ডেঙ্গুর বিস্তার কমার কোনো লক্ষণ নেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৪০৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনে ১৬৯ জন এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বরিশাল বিভাগে ভর্তি ৫০ জন, চট্টগ্রামে ৬১ জন, ঢাকার বাইরের অংশে ৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৯ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৭০ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ২০ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে দুইজন এবং সিলেট বিভাগে ছয়জন ভর্তি হয়েছেন। তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন ঋতুভিত্তিক থাকছে না, বরং সারা বছরই রোগী বাড়ছে। অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, বৃষ্টি শুরু হলেই ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ে। তার মতে, মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর পাশাপাশি প্রতিটি এলাকায় সচেতনতামূলক প্রচার অপরিহার্য। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “জেল জরিমানা বা শুধু প্রচারণায় কাজ হবে না। সঠিক জরিপ, দক্ষ জনবল আর ধারাবাহিক পদক্ষেপ ছাড়া মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
ডেঙ্গুর ভয়াবহতা বোঝাতে বিশেষজ্ঞরা স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মারা গেছেন এক হাজার ৭০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ইতোমধ্যে ৯৭ হাজার ৬৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।