কিশোরগঞ্জের হাওরের কৃষি জমির মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

এফএনএস (মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ পিএম
কিশোরগঞ্জের হাওরের কৃষি জমির মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

কিশোগঞ্জের বাজিতপুর-নিকলী-কুলিয়ারচর, অষ্টগ্রামসহ হাওর এলাকার কৃষকের কৃষি জমির মাটি একদল ব্যবসায়ীরা কৃষকদের নিকট থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বেকু দিয়ে মাটিগুলো দেশের বিভিন্ন বিভাগীয় অঞ্চলের ইট ভাটায় স্টীল বডি নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে প্রশাসনকে বার বার জানানো হলেও উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ সব এলাকার অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু ভয়ে মুখ খুলতে পারছে না বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এসব হাওরে একদল গণমাধ্যম কর্মী সরেজমিন গেলে দেখা যায়, তারা হাওর কি হাওরের কৃষকের জমির টপসয়েল মাটি কেটে সাবাড় করে দিচ্ছে। এক শ্রেণির দালাল রয়েছে যারা কৃষককে লাভবান দেখিয়ে তারা এসব জিনিস করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এদিকে এ জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের জিনারদি পাড়া হাওরে কিছুদিন ধরে এসব অসাধু ব্যবসায়ীরা কৃষকদের টপসয়েল মাটি বেকু দিয়ে কেটে স্টীলবডি নৌকা দিয়ে ঢাকার বিভিন্ন ইট খলায় নিয়ে যাচ্ছে। উপজেলার প্রশাসনকে জানালেও কোনো ফায়দা হচ্ছে না। কৃষকের পাশের জমি ভেঙ্গে যাচ্ছে। প্রশাসনকে জানালেও তারা কিছুই করছে না। এদিকে নিকলী উপজেলার সদর ইউনিয়ন, গুরই ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে দিনের পরিবর্তে রাত থেকে প্রতিদিন সকাল ৮টা পর্যন্ত এসব অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে বিভিন্ন ইট খলায় দিচ্ছে। কিন্তু নিকলীর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদারকে এ বিষয়ে সংবাদ কর্মীরা জানালে তিনি চুপ করে বসে আছেন। আবার তিনি বলছেন, অভিযোগ অথবা সচেতন নাগরিকগণ জানালে পদক্ষেপ নিবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে