হাজারো ভক্তের সমাগমে শেষ হলো মহানাম যজ্ঞানুষ্ঠান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম
হাজারো ভক্তের সমাগমে শেষ হলো মহানাম যজ্ঞানুষ্ঠান

দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল জীবের শান্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলার প্রায় চারশ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে পাঁচদিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  দিবাগত রাতে মন্দির আঙ্গিনায় শেষ হয়েছে।

মহানাম যজ্ঞানুষ্ঠানে ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ও পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটেছিলো। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভজন কুন্ডু জানিয়েছেন-গত রবিবার গভীর রাতে অধিবাসের মাধ্যমে ৪০ প্রহর ব্যাপী (পাঁচদিন) শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়।

শেষদিন রাতে সমাপনী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার শিমা রানী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, উপদেষ্টা শিশির কুমার কুন্ডু প্রমুখ।