সবজির দাম এখনও চড়া—মাছের দামেও নেই স্বস্তি

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম
সবজির দাম এখনও চড়া—মাছের দামেও নেই স্বস্তি
ছবি, সংগৃহিত

রাজধানীতে বেশ কয়েকটি বাজারের তথ্যনুয়া, বাজারে সবজির দাম চড়া। যদিও মৌসুমি সবজি বাজারে উঠেছে, তবুও এর প্রভাব দেখা যাচ্ছে না বাজারে। এছাড়াও বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। সব মিলিয়ে ক্রেতাদের মাঝে স্বস্তি মিলছে না। 

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম এখনো প্রতি কেজিতে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে, মাছের দামেও কোনো স্বস্তি নেই। মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা দরে বিক্রি হলেও, বেগুন, গাজর, শসা, কাঁচা মরিচ এবং নতুন আলু প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, ঝিঙা ও শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বরবটি ও করলা ১০০ টাকার ঘরে রয়েছে। 

এদিকে মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি রুই মাছ (মাঝারি) ৩২০ থেকে ৩৫০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা এবং বড় চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এই চড়া দাম নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের বাজেটের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে।

অন্যদিকে বয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালী ২৮০ টাকা, লেয়ার ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক ক্রেতা অভিযোগ করে বলেন, “শীত আসলে সবজির দাম কমে যাওয়ার কথা, কিন্তু এবার উল্টো। দাম বেশি হওয়ায় আগে যেসব সবজি এক কেজি করে কিনতাম, এখন তার অর্ধেক কিনতে হচ্ছে। পরিবারের বাজেট সামলানো কঠিন।”

আপনার জেলার সংবাদ পড়তে