সুজানগরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:২১ পিএম
সুজানগরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে নড়ে-চড়ে বসেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিতায় নির্বাচনী তফসিল ঘোষণার একদিন অতিবাহিত হতে না হতেই বৃহস্পতিবার দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পাবনার সুজানগর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মোঃ শামসুল রহমান শেখ (২৫), দুরিয়াকামালপুর গ্রামের মোঃ সুমন বিশ্বাস (২৭), স্বাগতা গ্রামের শ্রী সুরাত হালদার (৪১), শুলাকুড়া গ্রামের মোঃ সাহেব আলী (৫৫) ও কুড়িপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান (৪০)। সুজানগর থানার এসআই মোঃ আবুল বাসার জানান, দাঙ্গাসহ বিভিন্ন মামলার ওই ৫জন পলাতক আসামী বেশ কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাড়িতে আসে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন গভীর রাতে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে