কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপির দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবর রহমান ইকবাল সহ দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলটি আজ শুক্রবার বিকাল ৪টার দিকে মাছিমপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এছাড়া সরারচর ১নং ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সহ সভাপতি আলে মোহাম্মদ আলম, উপজেলা যুব দলের সভাপতি মজতোবা আলী জাহাঙ্গীর, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেক রাফিদ রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলি হাসান সবুজ সহ ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।