চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমীর মু. ইমামুল হুদা। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুজার গিফারী, অধ্যাপক আবু বকর, অধ্যাপক ইয়াহিয়া খালেদ, ডাক্তার মুহাঃ শহীদুল্লাহ, গোলাম কবির, অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অধ্যাপক শাহ আলমসহ অনেকে। প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বক্তৃতায় বলেন, বাংলাদেশকে জুলুম অত্যাচারিদের হাত থেকে রক্ষা করতে হলে ইসলামী রাষ্ট্র লাগবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, অফিস- আদালতসহ বিভিন্ন দপ্তরের জুলুম অত্যাচার হয়েছে। তাই বলছি যতদিন ইসলামী রাষ্ট্র না হবে ততদিন বাংলাদেশের দুঃ-দুর্দশা দূর হবে না।