ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থান-কেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
সাংবাদিকদের শুক্রবার বিকেলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। তার অবস্থা খুবই সংকটাপন্ন।”
ডিএমপি কমিশনার বলেন, “গুলিবর্ষণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র্যাব একযোগে অভিযান চালাচ্ছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”
শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা আরেকজনও রিকশায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, “তার মাথায় গুলি লেগেছে। অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি গভীর কোমায় আছেন।”