ভিত্তিপ্রস্তর স্থাপিত হল ঈদগাঁও বাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ পিএম
ভিত্তিপ্রস্তর স্থাপিত হল ঈদগাঁও বাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১২ ডিসেম্বর বাদে জুমা ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পাঁচ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড.ছলিম উল্লাহ বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদী,

ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও মসজিদের মোতাওয়াল্লী শাহাদাত হোসেন। 

উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, ঈদগাঁও উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুস শুক্কুর, ঈদগাঁও ইউপির বিএনপি সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক, বিএনপি নেতা মমতাজুল হক, সমাজকর্মী রাশেদুল হক রিয়াদ, সাবেক মেম্বার জসিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, ব্যবসায়ী নেতা জমির উদ্দিন সওদাগর,শাহাজান মনির কোম্পানি, প্রকৌশলী মোঃ আলমগীর, মসজিদের মুয়াজ্জিন আব্দুল হামিদ, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ নানা শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে