লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ এএম
লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে শনিবার ভোর ৪টার দিকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক যুবক। সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত ওই যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢ়ুকতে ও বের হতে দেখা যায়। 

সিসিটিভি দেখা গেছে, মাস্ক পরিহিত এক যুবক নির্বাচন অফিসের গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এর পরপরই ওই যুবক গেট টপকে বের হয়ে যায়। 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন বলেন, “মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে বা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমে ছিল। সে টের পেয়ে কে কে বলতেই ওই যুবক পালিয়ে যায়। এরমধ্যেই ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ-সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি।”

‘খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে গিয়ে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। পুলিশের ঊর্ধতন কর্মকর্তাও ঘটনাস্থলে আসেন’-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে