দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের জীবনে এলো নতুন সুখবর। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এই আনন্দের খবরটি নিশ্চিত করেন অপূর্ব।
ফেসবুক পোস্টে নবজাতক কন্যার ছোট্ট একটি হাত ধরে থাকা ছবি শেয়ার করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া।” জানা গেছে, নবজাতকের নাম রাখা হয়েছে আনায়া। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
পরিবার সূত্রে জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব আরও লেখেন, “আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখবেন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”
২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘর আলো করে এলো কন্যাসন্তান।
অপূর্বর ব্যক্তিজীবন বরাবরই আলোচনায় ছিল। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। একই বছরের ২১ ডিসেম্বর তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। সেই সংসার ভাঙে ২০২০ সালে। অদিতির সঙ্গে অপূর্বর ঘরে রয়েছে এক পুত্রসন্তান, জায়ান ফারুক আয়াশ।
কন্যাসন্তানের আগমনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছে অপূর্বর ফেসবুক। নতুন এই অধ্যায়ে তারকা অভিনেতা ও তাঁর পরিবারের জন্য শুভকামনাই জানাচ্ছেন সবাই।