ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আশুতোষ পাইলচ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আল্লামা মুফতি ছাহেব আলী রহ. এর সুযোগ্য সন্তান ও খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদ উল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে দেশের সার্বিক অগ্রগতি, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ও শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাওলানা ইয়াসিন আহমেদ নোমানী,সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল ফজল ভূইয়া, জেলা সমাজ কল্যান সম্পাদক মাওলানা নাইম উদ্দিন খান, মাওলানা আলাউদ্দিন আইয়ুবী, জেলা মজলিসের ছাত্র বিষয় সম্পাদক মুফতি শাহ জসিম মাহমুদ পাঠান,মাওলানা আকবর হোসেন,হাফেজ মাওলানা আলামিন,মাসুক আল ফাতাহ,হাফেজ মাওলানা সিয়াম আহমেদ।খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আবদুল লতিফের সঞ্চালনায়
সমাবেশে উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি এনামুল হক কাসেমী,মাওলানা লুৎফুর রহমান,মাওলানা আবুল কালাম আফসারী,মাওলানা আলাউদ্দিন,মাওলানা আবদুল মোসাব্বির চৌধুরী,মাওলানা রফিকুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ ছফিউল্লাহ,মাও সামিউর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম,মাওলানা ইয়াছিন আরাফাত,উপজেলা যুব মসলিসের সভাপতি হাফেজ বাইজিত আহমেদ পাঠান,মাওলানা বসির আহমেদ,মাওলানা নজরুল ইসলাম,হাফেজ সাব্বির আহমেদ,মাওলানা সফিকুল ইসলাম,মাওলানা হাফিজুর রহমান পাঠান,আবদুল করীম মাষ্টারসহ খেলাফত মজলিস উপজেলা,ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র্যালি ও সমাবেশে সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশ শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের (নাসিরনগর) খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদ উল্লাহ নিজ এলাকা উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট থেকে দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে হোন্ডা শোডাউন করে উপজেলা সদরে আসেন। শোডাউন চলাকালে খেলাফত মজলিসের নেতাকর্মীরা জনগনের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে স্লোগান দেন।