বগুড়ার গাবতলীতে বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ টাকা লুটসহ ২ জনকে আহত করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মৃত কাঞ্চে প্রামানিকের ছেলে আয়নাল প্রামানিক বাদী হয়ে অভিযোগে বলেছেন,
বিবাদীদের সাথে দীর্ঘদিন থেকে বসতবাড়ী জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরধরে বিবাদীদের সাথে আমাদের একাধিক বার ঝগড়া বিবাদ হয়। এ বিষয়ে আমরা কোর্টে মামলা করি এবং মামলার রায় আমাদের পক্ষেপাই।
১৩ ডিসেম্বর ২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৭ টায় বসতবাড়ীতে আমি না থাকার সুযোগে বিবাদী মেহের, শহিদুল, রফিকুল, সাহেদ, নাহিদ, শিল্পী ও সুলতানা আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করে।
বিবাদী মেহেরের হুকুমে সকল বিবাদীগণ আমার বসতবাড়ীতে ভাংচুর চালায়। আমার বসতবাড়ীর টিনের বেড়া, চাল, ঘরের আসবাবপত্র ও টিউবওয়েল সহ প্রায় সবকিছু ভাংচুর করে এক লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও নগদ ৯০, হাজার টাকা চুরি করে নেয়।
এ সময় স্ত্রী পারভীন বেগম ও আমার ফুফু লাইলী (রেজিয়া) বিবাদীদের বাধা নিষেধ করলে, আমার স্ত্রী ও ফুফুকে বিবাদীগন লাঠি-সোটা দিয়ে এলোপাথারীভাবে মারপিট কবে আহত করে। আমার স্ত্রীর গলায় থাকা ৪ আনা ওজনের স্বর্ণের চেইন বিবাদীরা চুরি করে নেয়। আমার স্ত্রী ও ফুফুর ডাক চিৎকারে সাক্ষীসহ লোকজন এগিয়ে আসলে, বিবাদীগণ খুন জখমের ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করে চলে যায়।
ফুফু লাইলি (রেজিয়া)কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তী করানো হয়েছে। এঘটনায় আয়নাল বাদী হয়ে গাবতলী মডেল থানার একটি করেছেন বলে, কর্তব্যরত ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।