গাবতলীতে বসতবাড়িতে ‎হামলা ভাংচুর, আহত ২

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩০ পিএম
গাবতলীতে বসতবাড়িতে ‎হামলা ভাংচুর, আহত ২

বগুড়ার গাবতলীতে বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ টাকা লুটসহ ২ জনকে আহত করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

‎অভিযোগ সুত্রে জানাগেছে, নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মৃত কাঞ্চে প্রামানিকের ছেলে আয়নাল প্রামানিক বাদী হয়ে অভিযোগে বলেছেন,

‎বিবাদীদের সাথে দীর্ঘদিন থেকে বসতবাড়ী জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরধরে বিবাদীদের সাথে আমাদের একাধিক বার ঝগড়া বিবাদ হয়। এ বিষয়ে আমরা কোর্টে মামলা করি এবং মামলার রায়  আমাদের পক্ষেপাই। 

‎১৩ ডিসেম্বর ২৫ তারিখ সন্ধ্যা  সাড়ে ৭ টায়  বসতবাড়ীতে আমি না থাকার সুযোগে বিবাদী মেহের, শহিদুল, রফিকুল, সাহেদ, নাহিদ, শিল্পী ও সুলতানা আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করে।

‎ বিবাদী মেহেরের হুকুমে সকল বিবাদীগণ আমার বসতবাড়ীতে ভাংচুর চালায়। আমার বসতবাড়ীর টিনের বেড়া, চাল, ঘরের আসবাবপত্র ও টিউবওয়েল সহ প্রায় সবকিছু ভাংচুর করে এক লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও নগদ ৯০, হাজার টাকা চুরি করে নেয়। 

‎এ সময় স্ত্রী পারভীন বেগম ও  আমার ফুফু লাইলী (রেজিয়া) বিবাদীদের  বাধা নিষেধ করলে, আমার স্ত্রী ও ফুফুকে বিবাদীগন লাঠি-সোটা দিয়ে এলোপাথারীভাবে মারপিট কবে আহত করে।  আমার স্ত্রীর গলায় থাকা ৪ আনা ওজনের স্বর্ণের চেইন বিবাদীরা চুরি করে নেয়। আমার স্ত্রী ও ফুফুর ডাক চিৎকারে সাক্ষীসহ লোকজন এগিয়ে আসলে, বিবাদীগণ খুন জখমের ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করে চলে যায়।

‎ ফুফু লাইলি (রেজিয়া)কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তী করানো হয়েছে। ‎এঘটনায় আয়নাল বাদী হয়ে গাবতলী মডেল থানার একটি করেছেন বলে, কর্তব্যরত ডিউটি অফিসার বিষয়টি  নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে