ওসমান হাদি ও এরশাদ উল্লাকে গুলিবর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৭ পিএম
ওসমান হাদি ও  এরশাদ উল্লাকে গুলিবর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরাশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দক্ষিণ জেলা বিএনপি নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আলম খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে হাদীর শারিরিক সুস্থতা কামনায় দোয়া করেন নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, এটা ছিল ওসমান হাদির ওপর পরিকল্পিত হামলা। আওয়ামী সন্ত্রাসী চক্রের সাথে একটি অশুভ শক্তি আঁতাত করে আসন্ন সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তিকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। বক্তারা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে বিকেলে একই দাবিতে মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি থেকে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু ওয়াহাব আকন্দ। এসময় মহানগর বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে