৩শত ছাত্রছাত্রীকে খাওয়ালেন সেনবাগ প্রবাসী কল্যান সংস্থা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ পিএম
৩শত ছাত্রছাত্রীকে খাওয়ালেন সেনবাগ প্রবাসী কল্যান সংস্থা

পশ্চিমা ডংয়ে জন্মদিন পালন না করে সেনবাগ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে এক ওমান প্রবাসী ব্যবসায়ী হাফেজে কুরআন ও মাদরাসা ৩শত ছাত্রছাত্রীকে দুপুরে এক বেলা খাওয়ার খাওয়ানোর ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করায় পুরো এলাকায় প্রশংসায় ভাসছেন ওমান প্রবাসী মোঃ জামাল উদ্দিন।

জানাগেছে, প্রবাসী কল্যান সংস্থার সদস্য ওমান প্রবাসী ব্যবসায়ী সেনবাগের ৪নং কাদরা ইউপির কৃতি সন্তান মোঃ জামাল উদ্দিনের কন্যা জুনাইরাহ ইসলাম জারার জন্মদিন ছিলো আজ। কিন্তু তিনি পশ্চিমা ডংয়ে কেক না কেটে ও আতশ বাজি না ফুটিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে সিন্ধান্ত নেন ওই কাজে টাকা অপচয় না করে  তিনি মাদরাসা পড়ুয়া ছাত্রছাত্রী ও কুরআনে হাফেজদের একবেলা খাওয়াবেন। যেমন সিন্ধান্ত তেমন কাজ। তিনি প্রবাসী কল্যান সংস্থার ব্যানারে শনিবার দুপুরে উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি বাজার সংলগ্ন এলাকায় ছওতুল হেরা মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সেএ ৩০০ জন শিক্ষার্থীদের জন্য দুপুরে এক বেলা উন্নত খাবার মেহমানদারী আয়োজন করেন। 

এউপলক্ষে শনিবার দুপুরে বাদ জোহর মাদরাসা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যান সংস্থার পরিচালক নুর হোসাইন সুমন,পরিচালক আমিরুল ইসলাম বাদশা, শহীদ উল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, আবদুর রহমান ভূঁইয়া,আমির হোসেন লিটন, মাদ্রাসার মুহতামিম, মাওলানা কুতুবউদ্দিন বিন আমিন, সহকারী প্রধান মাওলানা এনামুল হক ইসহাকী,প্রবাসী সোহাগ ভূইয়া,সালা উদ্দিন সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ,সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে