ক্রিড়ার সাথে যুক্ত থাকি, মাদকমুক্ত সমাজ। শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ প্রথম রাউন্ডের তৃতীয় রাউন্ডের খেলা। আজ সোমবারের অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী এজেডএম আরিফুল হক রিয়েল। পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান সিয়ামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফী প্রিন্স, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম বাবু ও মমিনপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ। খেলায় ট্রাইব্রেকারে নীলফামারী মেহের স্পোটিং ক্লাব কে হারিয়ে পার্বতীপুরের যশাই মোড় খেলোয়ার কল্যান সমিতি জয়লাভ করে। আয়োজক জানায়, গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত খেলায় জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নিবে।