ভুলে আইপিএলের নিলামে ‘ব্যাটার’ গ্রিন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৭ পিএম
ভুলে আইপিএলের নিলামে ‘ব্যাটার’ গ্রিন

আইপিএলের মিনি নিলাম আগামীকাল মঙ্গলবার। অনেকের ধারণা, এবারের নিলামে সবচেয়ে বেশি দাম উঠবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। অনেক দলই খুঁজে বেড়াচ্ছে গ্রিনের মত কার্যকরী একজন অলরাউন্ডারকে। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ব্যাটার হিসেবে নিলামে নাম দিয়েছেন গ্রিন। তবে আইপিএলে বোলিং করতেও আপত্তি নেই গ্রিনের। নিলামে নাম দেওয়ার ক্ষেত্রে অলরাউন্ডারের বদলে ব্যাটার হিসেবে নাম দেওয়ার বিভ্রান্তিটা দূর করলেন গ্রিন নিজেই। মূলত তার ম্যানেজারের ভুলেই ঘটেছে এমন ঘটনা। বর্তমানে ঘরের মাঠের অ্যাশেজে ব্যস্ত আছেন ক্যামেরন গ্রিন। অ্যাশেজে দুই টেস্টের দুটিতেই ব্যাটিং-বোলিং দুটিই করেছেন তিনি। ট্রেনিংয়ের ফাঁকে গণমাধ্যমের সাথে আলাপকালে ক্যামেরন গ্রিন বলেছেন, ‘(আইপিএলে) বোলিংয়ের জন্য আমি ভালোভাবেই তৈরি। জানি না, আমার ম্যানেজার এটা শুনতে পছন্দ করবে কি না, তবে তার দিক থেকেই আসলে ঝামেলাটা হয়েছে। সে ‘ব্যাটার’ বোঝাতে চায়নি। আমার ধারণা, দুর্ঘটনাবশত সে ভুল বক্স (অলরাউন্ডারের বদলে ব্যাটার) নির্বাচন করে ফেলেছে। পুরো ব্যাপারটা যেভাবে হয়েছে, তা বেশ মজার। তবে হ্যাঁ, তার দিক থেকেই মূলত ঝামেলাটি হয়েছে।’ খেলার মাঝেও আইপিএলের নিলামে চোখ রাখতে হবে ক্যামেরন গ্রিনকে। অজি তারকা বলছেন, ‘নিশ্চিতভাবেই আমি দেখব, আরও কয়েকজনের সঙ্গে। এসব দেখা সবসময়ই খুব মজার। অনেকটা লটারির মতো, কোন দলে যাব, আমার দলে আর কে কে থাকছে, সবসময়ই এসব দেখতে মজা লাগে।’

আপনার জেলার সংবাদ পড়তে