দরিদ্র অসহায় শীতার্থদের পাশে ছুটে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে তিনি দরিদ্র নারী পুরূষকে খুঁজে বের করে নিজ হাতে তুলে দিয়েছেন কম্বল। তীব্র শীতে কম্বল হাতে পেয়ে দারূন খুশি হয়েছেন অসহায় লোকজন। সূত্র জানায়, গতকাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত এসিল্যান্ড উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ঘুরে ফিরে দরিদ্র শীতার্থ লোকজনকে বের করেন। পরে তাদের নিজ হাতে প্রদান করেন কম্বল। পানিশ্বর ইউনিয়ন পরিষদের আশপাশ, বাজার, বেড়তলাসহ বেশ কয়েকটি গ্রামে পায়ে হেঁটে কম্বল বিতরণের কাজটি করেন তিনি। এ সময় উনাকে সহযোগিতা করেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারি মো. ইসলাম উদ্দিন ও ইউপি উপসহকারি ভূমি কর্মকর্তা নাসরিন আক্তার। বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় দুই শতাধিক নারী পুরূষের হাতে তিনি তুলে কম্বল। সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, দরিদ্র শীতার্থ লোকজনকে কম্বল দেওয়ার কাজটি অব্যাহত আছে। যেখানে যখন প্রয়োজন হবে আমরা ছুটে যাব তাদের কাছে।