তারণ্যের উৎসব

সেনবাগে ক্রীড়া সংস্থার প্রেস ব্রিফিং

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৭:২৩ পিএম
সেনবাগে ক্রীড়া সংস্থার প্রেস ব্রিফিং

এসো দেশ বদলাই,পৃথীবী বদলাই এই শ্লোগানকে ধারণ করে তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগের আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার সময় সূচি ঘোষনা উপলক্ষে এক প্রেস ব্রিফিং করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।  সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ.মহিউদ্দিন ও উপজেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খোরশেদ ইসলাম ওই প্রেস ব্রিফিং করেন। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সদস্য আলা উদ্দিন আলো, আনোয়ার হোসেন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ, সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সহ-সভাপতি নুর হোসাইন সুমন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার সহ সাংবাদিক বৃন্দ। এ সময় ক্রিড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা পক্ষ থেকে ১০টি ফুটবল দল ও ১০টি ব্যাডমিন্টন দল অংশ নিয়ে বলে জানান। আজ মঙ্গলবার সকাল ১০ টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অর্জুনতলা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মোহাম্মদপুর ইউনিয়ন একাদশ ও বিকাল ৩টায় কাদরা ইউনিয়ন ফুটবল একাদশ বনার সেনবাগ পৌরসভা ফুটবল একাদশ একে অপরের মুখোমখির মাধ্যমে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।  অপরদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  অর্জুনতলা ইউনিয়ন ব্যাডমিন্ট দল ও মোহাম্মদপুর ইউনিয়ন দলের মুখোমুখি হবে। ক্রীড়া সংস্থার সভাপতি ও সম্পাদক খেলা দেখার জন্য সকলকে আহবান জানান এবং খেলার প্রচারের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগীতার কামরা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে