কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভা ও দোয়া

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৬ পিএম
কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভা ও দোয়া

মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন,  শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আহাদ, হেফাজত নেতা লুৎফুর রহমান জাকারিয়া, ছাত্র প্রতিনিধি রাজ মোস্তাকিম এবং মাজহারুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা এনাম উদ্দিন।

আপনার জেলার সংবাদ পড়তে