দিনাজপুরে আদিবাসীদের অধিকার ও আগামী পথ নির্দেশ শীর্ষক আলোচনা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম
দিনাজপুরে আদিবাসীদের অধিকার ও আগামী পথ নির্দেশ শীর্ষক আলোচনা

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আজ রোববার (১৪ ডিসেম্বর) দিনাজপুরে আদিবাসীদের অধিকার ও আগামী পথ নির্দেশ শীর্ষক আলোচনা ও ‘মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী ‘আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকট : বর্তমান ও আগামী’র পথ নির্দেশ” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আদিবাসী নেতা হিংগু মুর্মু। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদল গ্রন্থের সম্পাদক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু।

সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবেস্তিয়ান টুডু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুরের পরিচালক মানিক সরেন, এ্যাড. রিচার্ড মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জি.এস (বি.এন.ই.এল.সি) কারিতাস বাংলাদেশ আঞ্চলিক কার্যালয় দিনাজপুর এর সিনিয়র সহ-সভাপতি উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম বাদন মুর্মু, সাংবাদিক কবি, গবেষক ও দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী’র সাংবিধান স্বীকৃতি ভূমি রক্ষায় কার্যকরী আইন প্রয়োগ, নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা এখন সময়ের দাবী। 

বক্তারা আরও বলেন, নওগাঁ জেলার আলফ্রেড সরেন, দিনাজপুর নবাবগঞ্জের ডুডু সরেন ও তার পিতা সহ গাইবান্ধা জেলার বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যাকান্ডের দীর্ঘ সময় পার হলেও রাষ্ট্র হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে পারেনি। আমরা এদের বিচারের জোর দাবী জানাচ্ছি। সেই সাথে ভূমি অধিকার পুনরুদ্ধার ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার রক্ষায় জাতীয় সচেতনতা গড়ে তুলতে হবে। 

প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চতুর্থ সংখ্যা ‘মাদল’ গ্রন্থটি শুধু আদিবাসীদের একটি গ্রন্থ নয়, আদিবাসীদের জীবন-যাত্রার মান ও অধিকার সংরক্ষণের একটি দলিল। যা আগামী প্রজন্ম সন্তনদের আদিবাসীদের অধিকার সম্পর্কে ভূমিকা রাখবে। 

সভা শেষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের দিনাজপুর জেলা শাখার সভাপতি লুকাস সরেন ও সাধারণ সম্পাদক হারুন এক্কাসহ ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন হয়।

আপনার জেলার সংবাদ পড়তে