দিনাজপুরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস, দিনাজপুর-এর যৌথ আয়োজনে আজ রোববার (১৪ ডিসেম্বর) দিনাজপুর জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এবং দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজিদুর রহমান শীলু।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার একটি কার্যকর মাধ্যম। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং খেলাধুলায় আগ্রহ বাড়ানোই মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন।