কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগির স্বাস্থ্যসেবা প্রদান

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পিএম
কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগির স্বাস্থ্যসেবা প্রদান
গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র এবং ওষুধ বিতরণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খান আঃ হাই সরকার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান। কাপাসিয়ার কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ফ ম মমতাজ উদ্দীন রেনু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, আবুল বাসার মাষ্টার, সাইফুল ইসলাম জামাল, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন ডাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বুলবুল, সদস্য মনির পালোয়ান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ফরাজি প্রমুখ। এলাকার কৃতিসন্তান ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এবং জাতীয়তাবাদী মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সহিদুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এবং মর্ডান সেবা ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ বিভিন্ন রোগের সেবা গ্রহণ করেন। ঢাকা থেকে আগত মেডিকেল টিমে ছিলেন কার্ডিয়াক সার্জন ডাঃ মোঃ সাজেদুল বারী, মেডিসিন বিভাগের ডাঃ নিশাত তাসনিম, ডাঃ ওয়ালিসা ইব্রাহিম, ডাঃ হুমাইরা বিনতে আহমেদ, ডাঃ আয়েশা সিদ্দিকা এশা, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাসুদুর রহমান, গাইনোকলজিস্ট ডাঃ মেজর (অব:) শিরিন আক্তার। প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে তাদের বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও ওষুধ পেয়ে খুশি। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মেডিকেল ক্যাম্পেইন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সার্বক্ষণিক সহযোগিতা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে