নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০১:০৪ পিএম
নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) ইন্দুরকানী বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্তপ্রায় ও নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রির দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫ কেজি, টিএন্ডটি মোড় মাদ্রাসায় ৪৫ কেজি এবং কালাইয়া এলাকার ময়েনউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় ৯ কেজি মাছ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। অভিযানে ইন্দুরকানী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা তথ্য প্রদান ও ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানকে সহায়তা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে