কয়রায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০১:০৯ পিএম
কয়রায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর)  সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায়  বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সটেকটর মোঃ লোকমান হাকিম, সহকারি শিক্ষা অফিসার মিরিনময় কুমার, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার প্রমুখ।