বগুড়া শেরপুরে কর্মব্যস্ততা বেড়েছে লেপতোষক কারিগরদের

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০১:৫১ পিএম
বগুড়া শেরপুরে কর্মব্যস্ততা বেড়েছে লেপতোষক কারিগরদের

বগুড়া শেরপুর পৌরসভার লেপতোষকের কারিগরদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। লেপ তোষক প্রস্তুতকারী দোকানিরা এখন ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে মালিক শ্রমিক ও ধনুকাররি এখন  লেপতোষক তৈরি সেলাইয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা জানান শীত মৌসুমের শুরুতেই ক্রেতারা দোকানে পছন্দমত লেপ তোষক তৈরি অর্ডার দিয়ে রেখেছেন। 

উপজেলার খামার কান্দি বাজার ও শেরপুর শহরের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় ভালো মুনাফা এবং বেশি বিক্রির আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। ক্রেতারাও লেপ তোষকে তৈরি করছেন। তবে এবার তুলার দাম অনেক বেশি কালার তুলা প্রতি কেজি ৫০ টাকা মিশালি তুলা ৪০ টাকা সিম্পল তোলা ১০০থেকে ১৫০ টাকা শিমুল তুলা ৪৫০ টাকা সাদা তুলা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।। ব্যবসায়ীরা জানান শীতের তীব্রতা বাড়লে লেপতোষক তৈরি ও বিক্রি  বেশি হয়। উপজেলার ১০০ থেকে ১৫০টির বেশি লেপ তোষকের দোকান রয়েছে। সব দোকানে‌ এখন কারিগররা খুবই কর্মব্যস্ত। শেরপুর বৈকাল বাজার রোডের মা-বাবার দোয়া বেড শীটের মালিক মোঃ আফজাল হোসেন জানান সময়মতো লেপ তোষক ডেলিভারি দেওয়ার জন্য তারা এখন  ব্যস্ত  । সারা বছরের মধ্যে শীত মৌসুমী তারদের  বেশি সময় কাজ করতে  হয়। 

এক মৌসুমের আয় দিয়ে তাদের পুরো বছর চলতে হয় সিয়াম বেডিং হাউজের মালিক মোঃ লোকমান দেওয়ান জানান কাপড়ের মান বুঝে লেপ তোষাকের দাম নির্ধারণ করা হয় ।‌বিগতবছর গুলোর তুলনায় এ বছর লেপ তোষকের  দাম একটু বেশি পরবে। কেননা এ বছর কাপড় তুলার দাম বাড়তি  তোষকের কারিগর ‌নারায়ণ পাল জানান শীত আসতে না আসতে তাদের কর্মব্যস্ততা বেড়ে গেছে। ৪ /৫  হাত মাপের একটি লেপ তারা একটি ঘন্টায় তৈরি করে দিতে পারেন লেপ তোষকের দোকানে মালিকেরা আরো জানান ঠিক মৌসুমে প্রতিটি দোকানে দুই শতাধিক লেপ তোষক বেচা হয় উপজেলার খামাকান্দি গ্রামের মিস আলেয়া জানান শহরে অনেক মধ্যবিত্ত পরিবার ‌শীত আসার সঙ্গে সঙ্গেই তাদের সাথে কথা বলে কাঁথা সেলাই করে নেওয়ার জন্য কাপড় সরবরাহ করেন ।

আপনার জেলার সংবাদ পড়তে