দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলার হরিহরপুর মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিউটিফুল দিনাজপুর নামের একটি স্যোসাল মিডিয়া প্লাটফর্মের সদস্যরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখন টিভির সাংবাদিক সোহেল রানা, হাবিবপুর সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ,বাজিতপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার সাফিয়ার রহমান,সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক কুদ্দুস আলী, সাংবাদিক সাব্বির হোসেন। বিউটিফুল দিনাজপুরের সদস্য মাজেদুল, অভিলাস, ফিরোজ, মাশরাফি, সজিব ,রাজু ,বিপুল,
হাবিবুরসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বিউটিফুল দিনাজপুর এর সদস্য মাজেদুল ইসলাম মিলন সংগঠন এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিউটিফুল দিনাজপুরের প্রতিষ্ঠাতা রোন আবির ইসলাম বলেন, প্রকৃতির নিয়মে শীত আসে, আর এই সময়ে কিছু মানুষের জীবনে নেমে আসে অসহায়তা। এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে 'বিউটিফুল দিনাজপুর'। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে এক মহতী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। আমাদের বিশ্বাস, উষ্ণতা শুধু কাপড়ে নয়, মানুষের ভালোবাসাতেও থাকে। আজ সেই ভালোবাসা পৌঁছে দেওয়া হলো দিনাজপুরের অসহায় ও শীতার্ত মানুষের কাছে। একটি ছোট সাহায্যও পারে তীব্র শীতের কষ্ট লাঘব করতে। আপনাদের সকলের সহযোগিতায় এই উদ্যোগ সফল হলো। যারা এই কার্যক্রমে আর্থিক ও শ্রম দিয়ে পাশে ছিলেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন, আমরা সবাই মিলে সুন্দর ও উষ্ণ দিনাজপুর গড়ি।"