মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শিশু নিকেতন বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্লে থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা তিনটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭০ জন শিশু কিশোররা অংশ নেয়।
প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আগামীকাল মহান বিজয় দিবসের অনুষ্ঠানে পুরষ্কার বিতরন করা হবে। এসময় সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, ভেটিরিনারী সার্জন ডা. মোনতাসির মামুন, সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।