ব্যারিস্টার রূমিন ফারহানা

‘বাংলাদেশে ফরমুলা টু বাস্তবায়ন অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না’

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৩ পিএম
‘বাংলাদেশে ফরমুলা টু বাস্তবায়ন অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা স্কুল পাড়ায় ছানা উল্লাহ মাস্টারের বাড়িতে ইউপি বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রূমিন ফারহানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি মো. হোসেন মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লু, উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আব্দুল জব্বার, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক তাহাসানুল ইসলাম স্বপন, শাহবাজপুর ইউপি বিএনপি’র সম্পাদক মো. আমান মুন্সি, প্রচার সম্পাদক মো. জুনায়েদ খান ও চুন্টা ইউপি ছাত্রদলের সাবেক সম্পাদক মো. আল আমীন প্রমূখ। কর্মী সভা শুরূর আগে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার রূমিন ফারহানা বলেন, আমাদের অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মো. ইউনুস বলেছেন আগামী ২৫ শে ডিসেম্বর ২৬ জুনের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ২৬ জুনকে শেষ তারিখ ধরে নিতে পারি। এতে আপনারা সন্তুষ্ট কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যত দ্রƒত নির্বাচন হবে দেশটাও তত দ্রƒত স্থিতিশীলতার দিকে যাবে। আপনারা দেখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কোনটাই কিন্তু অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছেন না। মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে কবে একটি নির্বাচন আসবে? কবে তারা ভোট দিতে পারবেন? কবে নির্বাচিত সরকার আসবে? অন্তবর্তীকালীন সরকার এই গুলি নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে অনেক গুলো কারণ আছে। আপনারা জানেন গত ১৫ বছর দেশ একটি দু:সহ অবস্থার মধ্যে ছিল। এরপর গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। প্রথম দিকে আমরা শুনেছি প্রশাসন সরকারকে সেই ভাবে সাহায্য করছে না। কো-অপারেট করছে না। এখনো সেই বিষয় গুলো আমার মনে হয় ততটা স্থিতিশীলতার মধ্যে আসেনি। দেশী বিদেশী বিনিয়োগও সেই ভাবে হচ্ছে না। এই সরকারের মেয়াদ কতটা সেইটা আপনারা যেমন প্রশ্ন করছেন সাধারণ মানুষের মধ্যেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নানা কারণে দেশের অবস্থা স্থিতিশীল না। গুম খুনের অভিযোগে গত সরকার প্রধানের বিরূদ্ধে একাধিক মামলা হয়েছে। বর্তমান অস্থায়ী সরকার কী ফিরিয়ে এনে তাঁর বিচার করতে পারবেন? অন্তবর্তীকালীন সরকার তাকে ফিরিয়ে এনে বিচার করতে পারবে কিনা জানি না। তবে বাংলার মাটিতে ডেফিনেটলি এই গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। যারা এই ধরণের ঘটনার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে জড়িত তাদের কারো কোন রেহায় নেই বলে আমি বিশ্বাস করি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনের যাওয়ার বিষয়ে নানা গুঞ্জনের উত্তর দিতে গিয়ে রূমিন ফারহানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হওয়া খুবই প্রয়োজন। আপনারা দেখেছেন তাকে কিভাবে ধীরে ধীরে বিগত সরকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তাকে চিকিৎসা করতে দেয়নি। তাকে বিদেশে যেতে দেয়নি। চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে তাঁর সুচিকিৎসা হওয়ার কোন উপায় নেই। আগের সরকার পতনের পরও উনার শাররীক অবস্থা এতই নাজুক ছিল যে তিনি দীর্ঘদিন দেশের বাহিরে যেতে পারেননি। আশা করছি ইনশাল্লাহ তিনি দ্রƒতই সুস্থ্য হয়ে আবার দলীয় নেতা কর্মী ও দেশের মানুষের কাছে ফিরে আসবেন। বেগম জিয়ার সাথে সেনা প্রধানের সাক্ষাতের কারণ বিষয়ে তিনি বলেন, উনি তো বিএনপি’র নেত্রী নন। উনি বাংলাদেশের নেত্রী। বাংলাদেশে তাঁর মত গণতন্ত্রের জন্য এত সংগ্রাম লড়াই ও এত কষ্ট আর কোন নেতা নেত্রী সহ্য করেননি। সুতরাং বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছ থেকে কিন্তু এই সম্মানটুকু তাঁর পাওনা। আমি মনে করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় যোদ্ধা হিসেবে সম্মানের নিদর্শন হিসেবে সেনা প্রধান বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন। সৌজন্য সাক্ষাত করেছেন।  কোন ফরমুলা টু যদি কেউ করার চেষ্টা করে থাকে সেটা বাংলাদেশে সফল হবে না। অতীতেও হয়নি। এখনো হবে না। ভবিষ্যতেও হবে না। 

আপনার জেলার সংবাদ পড়তে