চাটমোহরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪২ পিএম
চাটমোহরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সভা

পাবনার চাটমোহরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সংগঠণ এএলআরডি’র সহযোগিতায় ভূমিহীন উন্নয়ন সংস্থা এই আলোচনা সভার আয়োজন করে। এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা শিক্ষা অফিসার ও মথুরাপুর ইউনিয়নের প্রশাসক মোঃ আঃ গণি, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, মথুরাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কাজী সালমান কাজল, সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন,সাবেক ইউপি সদস্য ইয়াসিল আলী, মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার, শরিফা খাতুন লিপি, রাজিয়া খাতুন প্রমুখ। ধারনাপত্র পাঠ করেন মোঃ আঃ মতিন।