সুনামগঞ্জে হাওর ফসল রক্ষা বাঁধের লোক দেখানো উদ্বোধন

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
সুনামগঞ্জে হাওর ফসল রক্ষা বাঁধের লোক দেখানো উদ্বোধন

সুনামগঞ্জে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় প্রতিবছরের মতো এবারও ফসল রক্ষা বাঁধের কাজের লোক দেখানো উদ্বোধন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রতি বছর ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার বিধান থাকলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজ শুরু হয় ফেব্রুয়ারি-মার্চ মাসে। ফলে আগাম পাহাড়ি ঢলে জেলার বোরো ফসল মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। যে বাঁধের কাজ উদ্বোধন হয়েছে সে বাঁধ্ ও মার্চের আগে শেষ হবে না।

এ বছর প্রাথমিকভাবে সুনামগঞ্জের ১৩৭টি হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। তবে কাজ চলাকালে এ ব্যয় আরও বাড়বে এটা যেন নিয়মে পরিনত হয়েছে।

সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ এর আলোকে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘হাওর এলাকায় অনেক জায়গায় এখনও পানি না নামার কারণে একযোগে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা সম্ভব হয় না। তবে যেসব এলাকায় আগে পানি নেমে যাবে, সেখানে দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।’ একই সঙ্গে পিআইসির সভাপতিদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঢাকার অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আঙ্গুরউলি হাওরের ডুবন্ত বাঁধের ভাঙা অংশ মেরামতের মাধ্যমে কাজের সূচনা করেন। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুবুর রহমান বলেন, ‘দেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ জেলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এজন্য এখানে টেকনিক্যাল সাপোর্টও বেশি দেওয়া হয়।’ তিনি ঠিকাদার ও পিআইসির সদস্যদের উদ্দেশে বলেন, ‘নীতিমালা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হলে মার্চ মাসের মধ্যেই বিল পরিশোধ করা হবে।’

তাহিরপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউবো সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ কাইছার আলম, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

এদিন সকাল ১১টায় ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ৩ নম্বর প্রকল্পে মাটি ফেলে ফসল রক্ষা বাঁধ মেরামত ও পুনর্র্নিমাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য ২০১৭ সালে এ বাঁদিয়ে পানি প্রবেশ করে সুনামগঞ্জে মহা দুর্যোগ দেখা দেয়।

এছাড়া মধ্যনগর উপজেলার কাইলানী হাওরের ১৩ নম্বর প্রকল্পে এক্সকাভেটরের মাধ্যমে মাটি কেটে বাঁধে ফেলে সংস্কার কাজের উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। একইভাবে জেলার অন্যান্য উপজেলাতেও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কাবিটা প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় মোট ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। এ কাজ বাস্তবায়নে ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কাজ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে