লংগদুতে ইয়াবাসহ যুবক আটক

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম
লংগদুতে ইয়াবাসহ যুবক আটক

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে দুইশত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বটতলা যাত্রী ছাউনীর সামনে প্রধান সড়কে অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী যুবক হাছান আলী (২৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটারকছড়ার করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই এস.এম আল- মামুনের নেতৃত্বে মোবাইল ডিউটি কালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে মাদক ব্যবসায়ী মো. হাছান আলীর কাছে দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ী পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার  কবাখালী ইউনিয়নের ৭নম্বর ওর্য়াড উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা নিজামের ছেলে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে