গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে নিলুফা ওরফে লিলি বেগম (৫০) নামে এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজা ও নগদ টাকা সহ থানা পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে। ১৫ ডিসেম্বর সোমবার সকালে ওই মাদক কারবারিকে গাজীপুর আদালতে পাঠিয়েছে। থানা পুলিশ জানায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চরবাঘুয়া গ্রামের খোকন মিয়ার স্ত্রী নিলুফা ওরফে লিলি বেগম দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। রোববার রাতে থানার এসআই সৈয়দ জাকির হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা স্থানীয় খিরাটি বাজারে অবস্থান করছিলেন। রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিলুফার বাড়ি থেকে ২ কেজি গাঁজা ও ১ হাজার ১ শত ২০ টাকা সহ হাতেনাতে তাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মহিলা পালিয়ে যাবার চেষ্টাকালে পলিথিনে মোড়ানো অবস্থায় উল্লেখিত পরিমাণ গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক)/২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।