ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলা একটি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং সেই নির্বাচনে তিনিও সশরীরে জনগণের সঙ্গে থাকবেন।
তারেক রহমান বলেন, “ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে যেতে থাকলে ষড়যন্ত্রকারীরা বাধ্যতামূলক পিছু হটবে। বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি এখনও সক্রিয়।” তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু অভিজ্ঞতা অর্জনের বিষয় নয়, বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করার সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানো সেই ষড়যন্ত্রেরই অংশ।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) ঢাকার পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
তারেক রহমান বলেন, “ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। ওসমান হাদিকে গুলি করা সেই ষড়যন্ত্রেরই অংশ। যারা গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখাতে চায়, তারা ব্যর্থ হবে। ভয়ের কিছু নেই, মানুষের জয়-পরাজয় আল্লাহর হাতে নির্ধারিত।” তিনি তৃণমূল নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আপনাদের ভয় দেখানো হচ্ছে। তবে বিজয়ের মিছিল নিয়ে সামনে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা বাধ্যতামূলক পিছু হটবে।”
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। বিজয়ের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছানোই আমাদের লক্ষ্য।” তারেক রহমান উল্লেখ করেন, বিএনপি দেশের জনগণকে ক্ষমতাশীল করে রাষ্ট্র ও সরকারের ওপর দায়বদ্ধ রাখার জন্য সবসময় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
তারেক রহমান নেতাকর্মী ও দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “নির্বাচন নির্ধারিত সময়েই হবে। নির্বাচনের মিছিলে আমি জনগণের সঙ্গে থাকবো। ষড়যন্ত্রকারীরা বাধাগ্রস্ত হলেও গণতন্ত্রের পথে এগোতে আমাদের থামাতে পারবে না।” আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।