সরকারি বই বিক্রির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ এএম
সরকারি বই বিক্রির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার

রাতের আঁধারে ভাঙ্গারির দোকানে সরকারি বই ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এনিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে উকিল নোটিশ জারির পাশাপাশি বরিশালের গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে নোটিশ জারীর পক্ষে বরিশাল জজ কোর্টের আইনজীবী এসএম রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, আমার মক্কেল সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদারের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় দায়ের করা অভিযোগ ও উকিল নোটিশ সূত্রে জানা গেছে-বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মামুন সিকদারের মালিকানাধীন একটি ভাঙ্গারির দোকানে সরকারি বরাদ্দের বিভিন্ন শ্রেনীর বই ক্রয়-বিক্রয়ের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

অভিযানের খবর পেয়ে স্থানীয় একাধিক সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদার ও তার এক ঘনিষ্ঠ সহযোগি পরস্পর যোগসাজশে সংবাদ প্রকাশের সাথে জড়িত সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য সংবলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এমনকি ওই ভিডিওতে পরিকল্পিতভাবে কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে বক্তব্য শিখিয়ে দিতে শোনা যায় তার ওই ঘনিষ্ঠ সহযোগিকে। যা পেশাগত মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

থানায় অভিযোগকারী বেসরকারি ‘চ্যানেল এস’ এর গৌরনদী উপজেলা প্রতিনিধি মাসুদ সরদার বলেন, উপজেলা প্রশাসন ওই ভাঙ্গারির দোকানে অভিযান পরিচালনার খবরপেয়ে আমরা কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও চিত্র ধারন করে চলে এসে সংবাদ প্রকাশ করি। পরবর্তীতে সোমবার (১৫ ডিসেম্বর) জানতে পারি আমাদের কয়েকজন সংবাদকর্মীদের জড়িয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সাামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

মাসুদ সরদার আরও বলেন-সত্য প্রকাশের কারণে আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে যা সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা।

অপর সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, সরকারি বই ভাঙ্গারির দোকানে ক্রয়-বিক্রয়ের বিষয়টি জনস্বার্থে প্রকাশ করায় আমাকে ও আমার সহকর্মীদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে। এ কারণে অভিযুক্ত ব্যবসায়ীকে প্রাথমিকভাবে উকিল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে ওই ব্যবসায়ী ও তার সহযোগির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে