মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৫ ডিসেম্বর) বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রথমদিনের অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।
কবিতা আবৃত্তি, দেশের গান, মঞ্চ নাটক, সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভার মধ্যদিয়ে সাজানো এই বর্ণাঢ্য আয়োজন করেছে বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর, ন্যাশনাল ডক্টরস ফোরামের বরিশাল জেলার সেক্রেটারি ডা. কেএম জাহিদুল ইসলাম।
বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মুহাম্মাদ আতিকুল্লাহর সভাপতিত্বে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আযাদ আলাউদ্দীন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি পথিক মস্তফা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় বরিশাল সংস্কৃতি কেন্দ্র, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, সূচনা সাংস্কৃতিক সংসদ, বাকলা নাট্য মঞ্চ, জাতীয় কবিতা পরিষদ, সুফিয়ানা নাশিদ গ্রুপ, কন্ঠশীলন একাডেমি, স্রোত আবৃত্তি সংসদ ও মুক্তবুলি পাঠক ফোরামের শিল্পীরা অংশগ্রহণ করেন।