লংগদুতে ৫ ইটভাটা বন্ধ, ১০ লক্ষ কাঁচা ইট ধ্বংস

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম
লংগদুতে ৫ ইটভাটা বন্ধ, ১০ লক্ষ কাঁচা ইট ধ্বংস

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় পাঁচটি ভাটার চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় দশ লক্ষ কাঁচা ইট বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে ১২,৮০০ কেজি কাঠ জব্দ করে বন বিভাগকে দেওয়া হয়। সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বাইট্টা পাড়া, বামে আটারকছড়া, তিন ব্রিজ বটতলা, রাঙ্গিপাড়া এবং গুলশাখালী ইউনিয়নে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষ কাঁচা ইট ট্রাক্টর ও ফায়ার সার্ভিসের মাধ্যমে বিনষ্ট করা হয়। পাঁচটি ভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে। একইসাথে অবৈধ ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিসের মাধ্যমে মিটার ও সংযোগ তার নিয়ে আসা হয়।

আরো জানা যায়, অভিযান পরিচালনাকালে ১২,৮০০ কেজি কাঠ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রেঞ্জ অফিসারের জিম্মায় দেয়া হয়েছে। বন বিভাগ দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পরিবেশ অধিদপ্তর থেকে তিনটি মামলা প্রক্রিয়াধীন। অভিযানে যেসব ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো হলো- মা বাবার দোয়া ব্রিকস, বিকেবি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস, কেবিসি ও মেসার্স এবিডি ব্রিকস।

অভিযানে নেতৃত্ব দেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল হক। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগ অভিযানে সহায়তা করে।

আপনার জেলার সংবাদ পড়তে