নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ মঙ্গলবার হাকিমপুর উপজেলা চত্বরে সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত সৃতিস্তম্ভে ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দল ।
এছাড়া হাকিমপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনসাধারণ পক্ষ থেকে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা ও স্বরণ করা হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেরা নির্বাহী অফিসান অশোক বিক্রম চাকমা, সহকারি কমিশনার ( ভূমি) সাব্বির হোসেন, হামিপুর উপজেরা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।