আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ পিএম
আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।

নবাগত আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী’র সভাপতিত্বে বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে আলোকসজ্জ্বা, তপোধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, হাসপাতাল ও এতিমখানায় উন্ণত খাবার পরিবেশন এবং প্রীতি ফুটবল ম্যাচ উল্লেখযোগ্য। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা ও রুমী চৌধুরী’র যৌথ সঞ্চালনায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত সংবর্ধনায় ইউএনও রিপামনি দেবী’র সভাপতিত্বে এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক পশিম উদ্দীন এবং সদস্য সচিব শেখ নুরুল ইসলাম ও মোঃ জাহেদুর রহমান। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মোঃ ইউনুস আলী খাঁন ও সেক্রেটারী মোঃ খাদেমুল ইসলামের নেতৃত্বে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে