রামগতিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০১:১০ পিএম
রামগতিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা বিএনপি, জেএসডি, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

সকাল ৮.৩০ মিনিটে আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারী কলেজ মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও শান্তির দূত পায়রা মুক্ত আকাশে অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে শেষ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাচেত জেহাদি, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম প্রমূখ।