দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা সহ কর্মকর্তাবৃন্দ। সকাল ৮ টায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে শহিদদের স্মরনে মোনাজাত করে। সকাল সাড়ে ৮ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা চত্বরে বিজয় মেলা উদ্বোধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে সকল কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন।