১৬ ডিসেম্বর : আজ মহান বিজয় দিবস, নান্দনিক আয়োজনের মাধ্যমে পাঁচবিবিতে পালিত হয়। এ উপলক্ষে পাঁচবিবি আজ নতুন সাজে সজ্জিত হয়েছে।দিবসের কর্মসূচী হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় পাঁচবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিশু কিশোর ও ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।১২টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে খেলাধুলা ও ডিসপ্লে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরুস্কৃত করা হয়। সকল অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।