মৌলভীবাজাকমলগঞ্জেরের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানে স্বাধীন পাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ঘাতক মাহি ইসলামকে মঙ্গলবার সকালে আটক করেছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮ঘটিকায় মৃর্ত্তিঙ্গা চা বাগানে পাট্টার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত আবজার মিয়ার ছেলে মাহি ইসলাম (১৬) ছুরিকাঘাত করলে স্বাধীন পালের বুকের বাম পাশে পাজরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার সকালে ঘাতক মাহি ইসলামকে আটক করা হয়েছে।