কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিজয় র্যালি শুরু হয়। যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে এসে শেষ হয়। হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন রকমের ব্যানার ফ্যাস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতা কর্মী বিজয় র্যালিতে অংশ গ্রহণ করে। বিজয় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘জামায়াত শিবির জনতা, গড়ে তোলা একতা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। র্যালি শেষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি জৈষ্ঠ্য প্রভাষক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।