দেলদুয়ারে মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৪ পিএম
দেলদুয়ারে মহান বিজয় দিবস উদযাপন

 টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা অফিসার্স ক্লাব। পরে দেলদুয়ার থানা ও উপজেলা প্রেসক্লাব সহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টায় উপজেলা স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে ও কুচকাওয়াজ। এর পর দেলদুয়ার অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে