বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
থানার নবাগত ওসি মো. মামুন খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা একটি মামলার সন্দেহভাজন আসামি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের নির্বাচিত সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে সেরাল গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। একইদিন রত্নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু বিশ্বাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।