লৌহজংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৫ পিএম
লৌহজংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার গোয়ালীমান্দ্রা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর পর্যায়ক্রমে লৌহজং থানা ও পদ্মাসেতু (উত্তর) থানার পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীর চর্চায় অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে