১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লৌহজং উপজেলা টিম বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি লৌহজং উপজেলা টিম কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এ সময় দুর্যোগকালীন ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
এছাড়াও দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পে আগত সাধারণ মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি লৌহজং উপজেলা টিমের সদস্যরা জানান, মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবায় রেড ক্রিসেন্ট সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।