চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর উপজেলা ও রহনপুর পৌর শাখা আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিকে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল স্টেশনে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, ঢাক হাজারীবাগ থানা জামায়াতে ইসলামের সেক্রেটার শহিদুল ইসলামসহ অন্যরা।