দৌলতপুরে মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ পিএম
দৌলতপুরে মহান বিজয় দিবস উদযাপন

কুষ্টিয়ার  দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি শেষে দৌলতপুর উপজেলা পরিষদ চতরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রশাসনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ এ সময়

উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রিয়াজ উদ্দিন,সহকারি কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ (স্বপন), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রেহানা পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন),উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাকিব হোসেন মোঃ সাকিব হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, আইসিটি কর্মকর্তা সোহেল রানা,। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।পরে উপজেলা পরিষদ মাঠে ক্যারেট ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। শেষে ১৯৭১ সালে নিহত বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সকাল দশটায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলন আয়তনে উপজেলা প্রশাসনের পক্ষথেকে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে